ABOUT US

Mongalkote Educational & Welfare Society

শিক্ষা ও সামাজিক প্রকল্পের কাজে অনন্য নজির তৈরি করেছে মঙ্গলকোট এডুকেশনাল এন্ড ওয়েলফেয়ার সোসাইটি। সরকার রেজিস্ট্রারপ্রাপ্ত এই সংস্থার মূল লক্ষ্য ও উদ্দেশ্য, গ্রামবাংলার সাধারণ, গরীব ছেলেমেয়েদের সরকারি চাকরি লাভের জন্য সঠিক দিশা প্রদর্শন করা। পিছিয়েপড়া এলাকার পড়ুয়াদের সহযোগিতা, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।এ ক্ষেত্রে সরকারি বিভিন্ন দফতরের আধিকারিকদের দ্বারা প্রশিক্ষণ শিবির চালু রেখেছে। নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পড়ুয়াদের উৎসাহপ্রদান, সামাজিক কাজকর্মের মধ্যে নাবালিকার বিয়ে রুখে তাদের সঠিক পথ দেখানো, স্কুল ছুট বাচ্ছাদের মূল  স্রোতে পৌঁছে দিতে অক্লান্ত ও অনবরত প্রচেষ্টার জন্য সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক মুন্সি জিয়াউর রহমানকে (সম্রাট মুন্সি) বিশেষভাবে সম্মান প্রদান করেছে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম। মঙ্গলকোট ব্লক, পূর্ব বর্ধমান সহ রাজ্যের বিভিন্ন এলাকায় সামাজিক কাজের ধারা বজায় রয়েছে। পাশাপাশি প্রত্নসামগ্রী  খুঁজে বের করে সংগ্রহশালা গড়ার উদ্যোগও রয়েছে সংস্থার। প্রশাসনের সঙ্গেও বিভিন্ন কাজকর্ম চালু রাখা হয়েছে। একইসঙ্গে অসহায়, বয়স্ক, দুস্থ, বিধবা মহিলাদের পাশে দাঁড়ানোর প্রয়াস রয়েছে। শিশুদের সুরক্ষা সচেতনতা, স্বাস্থ্য শিবির, মেধাবী পড়ুয়াদের পাশে দাঁড়ানো, স্মরণীয় দিবস পালন ও মনীষীদের স্মরণ সহ নানা কর্মকান্ডের ধারা বজায় রেখেছে সোসাইটি। 
  সাধারণ মানুষ, ছাত্রছাত্রী ও দুস্থদের পাশে দাঁড়াতে ২০০০ সালে মাত্র কয়েকজনকে নিয়ে কাজ শুরু করেছিল সংস্থা।এখনও পর্যন্ত কয়েক হাজার ছাত্রছাত্রী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত। তাঁদের মধ্যে অধিকাংশই এখন প্রতিষ্ঠিত। মানুষের পাশে থাকতে আগামীতে আরও নানা কাজে অংশ নিতে চলেছে সোসাইটি।বিভিন্ন কাজের ধারা অব্যাহত রাখতে সর্বসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে মঙ্গলকোট এডুকেশনাল এন্ড ওয়েলফেয়ার সোসাইটি পক্ষ থেকে। :   ,Animal Husbandry, Dairying & Fisheries,Art & Culture,Biotechnology,Children,Civic Issues,Dalit Upliftment,Differently Abled,Disaster Management,Drinking Water,Education & Literacy,Aged/Elderly,Environment & Forests,Food Processing,Health & Family Welfare,HIV/AIDS,Housing,Human Rights,Information & Communication Technology,Labour & Employment,Land Resources,Legal Awareness & Aid,Micro Finance (SHGs),Micro Small & Medium Enterprises,Minority Issues,New & Renewable Energy,Nutrition,Panchayati Raj,Prisoner's Issues,Right to Information & Advocacy,Rural Development & Poverty Alleviation,Science & Technology,Scientific & Industrial Research,Sports,Tourism,Tribal Affairs,Urban Development & Poverty Alleviation,Vocational Training,Water Resources,Women's Development & Empowerment,Youth Affairs,Any Other


Children,Differently Abled,Dalit Upliftment,Education & Literacy,Health & Family Welfare,Human Rights,Labour & Employment,Micro Finance (SHGs),Minority Issues,Panchayati Raj,Right to Information & Advocacy,Rural Development & Poverty Alleviation,Tribal Affairs,Vocational Training,Women's Development & Empowerment.